গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মস্ত্রণালয়ের স্বীকৃতিপ্রাপ্ত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা এর অধিভুক্ত এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুমোদিত-
স্থাপিত: ২০১৬, SHMU কোড :12 , RMU কোড : ৩৭২
E-mail: asiannursing@gmail.com

৩য় বর্ষের টেস্ট পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি

এতদ্বারা এশিয়ান নার্সিং কলেজ, খুলনা এ অধ্যায়নরত ৩য় বর্ষের সকল ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পূর্বে প্রদানকৃত পরীক্ষা সংক্রান্ত নোটিশ টি বিশেষ কারনে সংশোধন করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকৃতব্য শিক্ষার্থীদের বকেয়া পাওনাদি পরিশোধিত না হওয়ায় তাদের সময়সীমা বর্ধিত করা হচ্ছে। এমতবস্থায় সকলকে ১৯/০১/২০২৩ (ইং) তারিখ এর মধ্যে সকল পাওনাদি পরিশোধ করে পবেশপত্র গ্রহণের নির্দেশ প্রদান করা হলো। উক্ত সময়সীমার মধ্যে কেউ পাওনা পরিশোধ করতে ব্যার্থ হলে তাকে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার তারিখ ১৪/০১/২০২৩ (ইং) এর পরিবর্তে ২২/০১/২০২৩ (ইং) তারিখ করা হলো। এই পরীক্ষার রুটিন পরবর্তী নোটিশে প্রদান করা হবে এবং সেই সাথে বলা হচ্ছে ১৯/০১/২০২৩ (ইং) তারিখ পর্যন্ত ক্লাস চলমান থাকবে।

 

আদেশক্রমে

চেয়ারম্যান

এশিয়ান নার্সিং কলেজ

ডা: বজলুল হক প্যালেস, ৩৪, কেডিএ এভিনিউ,

শেখপাড়া, খুলনা।