গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মস্ত্রণালয়ের অনুমোদিত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা এর অধিভুক্ত এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত-
স্থাপিত: ২০১৬, SHMU কোড :12 , RMU কোড : ৩৭২
E-mail: asiannursing@gmail.com

প্রতিষ্ঠাতা

Chairman

মরহুম ডা: আলহাজ্ব মো: বজলুল হক

এম বি বি এস (ঢাকা) , ডি সি এইচ এম এ এম এস (অস্ট্রিয়া) , এফ আর এস এইচ (লন্ডন) , পি জি টি (নিউরোলজি) , ইন্ডিয়া। বিস্তারিত

চেয়ারম্যানের বানী

 

“Good health is on of the greatest of blessings that Allah has bestowed upon human”

ব্যবস্থাপনা পরিচালক

Managing Director

ফাহিমা নূর লুবনা

এমবিএ

কলেজ সম্পর্কেঃ

এশিয়ান নার্সিং কলেজ খুলনা বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও মা ও শিশু স্বাস্থ্য সেবাসহ সাধারণ জনগনের স্বাস্থ্য সেবার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছে। আমাদের দেশের রেজিস্টার্ড নার্সগণ দেশের বিশাল জনগোষ্ঠির সেবায় নিয়োজিত। তারা মা ও শিশুর মৃত্যুর হার কমানোসহ এসডিজি বাস্তবায়ন কর্মসূচিতে বিশেষ ভূমিকা পালন করে চলেছে। সার্বিক বিবেচনায় স্বাস্থ্য সেবায় নার্সদের অবদান অগ্রগণ্য। দেশের জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের তুলনায় দক্ষ রেজিস্টার্ড নার্স এর সংখ্যা অপ্রতুল। উল্লেখ্য যে, স্বাস্থ্য সেবাখাতকে উন্নত, সমৃদ্ধ ও স্বাস্থ্য সেবা সাধারন জনগনের নাগালে পৌছানোর জন্য বর্তমান সরকারের নতুন নতুন কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল প্রতিষ্ঠা করার কারনে চাহিদা মোতাবেক দক্ষ সেবিকা না থাকায় রোগীরা উন্নত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন জরিপ অনুযায়ী সরকারী-বেসরকারী খাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রমাপ পূরন করার জন্য দেশে প্রায় ১,০০,০০০ (এক লক্ষ) এর অধিক নার্স এর চাহিদা রয়েছে। আরো উল্লেখ করা যেতে পারে যে দক্ষ নার্সদের জন্য দেশের বাহিরে বিদেশেও রয়েছে উন্নত চাকরি ও বৈদেশিক মুদ্রা অর্জনের সুবর্ণ সুযোগ।

উল্লেখ্য নার্সিং পেশাকে একটি মহান পেশা বলা হলেও পেশাগত মান উন্নয়নসহ দক্ষ নার্স এর সংখ্যা বৃদ্ধির প্রতি তেমন গুরুত্বরোপ করা হয়নি। বর্তমানে পেশাগত জ্ঞান, দক্ষতা ও আধুনিক চিকিৎসা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে প্রশিক্ষন প্রাপ্ত দক্ষ রেজিস্টার্ড নার্স তৈরী করা সময়ের দাবী। দেশের বাস্তবমূখী অগ্রগতির সাথে সম্পৃক্ত করে সরকারের এসডিজি বাস্তবায়ন করতে দেশে-বিদেশে নার্সিং পেশায় গ্রহণযোগ্য ভাবমূর্তী আনয়ন করতে ও স্বাস্থ্য সেবা চাহিদা পূরণের জন্য সুষ্ঠ ও পূর্নাঙ্গ প্রতিষ্ঠানিক অনুমোদনপ্রাপ্ত প্রশিক্ষণের প্রয়োজনীতা রয়েছে।

সার্বিক বিবেচনায় খুলনা অঞ্চলের উক্ত অপ্রতুলতা এবং স্বাস্থ্য সেবা খাতের নাজুক অবস্থা নিরসনে এবং সুষ্ঠ ও নিরাপদ চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বেসরকারী পর্যায়ে খুলনা শহরের প্রাণকেন্দ্র ৩৪, কেডিএ এভিনিউ তে সেবার এই চাহিদা ও মহান ব্রতকে সামনে রেখে করোনা ভাইরাসসহ অন্যান্য নতুন বিভিন্ন রোগীর স্বাস্থ্য সেবায় বিশ্বব্যাপী নার্সদের সংকটের কথা চিন্তা করে এশিয়ান নার্সিং কলেজ খুলনা স্থাপনের লক্ষ্যে সরকার প্রদত্ত নীতিমালা ও বিধি অনুয়ায়ী অবকাঠামো নির্মান করা হয়েছে। সুতারং সরকারের স্বাস্থ্য সেবা উন্নয়নের প্রয়োজনে দক্ষ নার্স এর চাহিদা পূরণ করা যাবে এবং খুলনা বিভাগের বিভিন্ন জেলাসহ দেশের অন্যান্য অঞ্চলের দক্ষ নার্সের চাহিদা যেমন পূরণ হবে, তেমনি বিদেশে চাকরির মাধ্যমে বৈদেশিক মুদ্রাও উপার্জন হবে। এরই ধারাবাহিকতায় এশিয়ান নার্সিং কলেজ খুলনা গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে চলছে।