গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মস্ত্রণালয়ের অনুমোদিত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা এর অধিভুক্ত এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত-
স্থাপিত: ২০১৬, SHMU কোড :12 , RMU কোড : ৩৭২
E-mail: asiannursing@gmail.com
(অনুমোদন : স্মারক নং-বিএনসি/প্রশা-৭৭, অংশ-৬/২০১৬/৬২৪/১৩(৪) তাং ১০/১০/১৬)
সুবিধা সমূহ :
♦ কোর্স শেষে সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স পদে ২য় শ্রেণীর কর্মকর্তা হিসেবে চাকুরীর সুযোগ।
♦ বেসরকারি প্রতিষ্ঠানে আকর্ষণীয় বেতনে চাকুরীর সুযোগ।
♦ কোর্স শেষ করে ২ বছর চাকুরীর অভিজ্ঞতা হলে, পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং কোর্স ২ বছরে শেষ করার সুযোগ রয়েছে।
♦ প্রশিক্ষণ শেষে দেশে-বিদেশে চাকুরীর নিশ্চয়তা।
ভর্তির যোগ্যতা :
ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্রাদি জমা দিতে হবে :
→ এসএসসি ও এইচএসসি/সমমানের পরীক্ষার মূল সার্টিফিকেট, মূল নম্বরফর্দ ও তার ২ কপি করে ফটোকপি।
→ ভর্তি ইচ্ছুক ছাত্র/ছাত্রীর ভোটার ID/জন্ম নিবন্ধন ও অভিভাবকের ভোটার ID কার্ডের ফটোকপি (২ কপি)।
→ এসএসসি ও এইচএসসি/সমমানের পরীক্ষার নম্বর ফর্দের অনলাইন কপি।
→ ছবি ১ কপি ও পরে নার্সিং পোষাক পরিহিত ৪ কপি।
→ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও ফলাফলের কপি।
করনীয় :
সহজ কিস্তিতে কোর্স ফি প্রদানের সুযোগ। গরীব ও A+ প্রাপ্তদের জন্য বিশেষ ছাড়।
প্রতি বর্ষের বই, রেজিষ্ট্রেশন ফি, ID কার্ড তৈরী, থাকা খাওয়া খরচ, পোষাক ও চুড়ান্ত পরীক্ষার ফি বাদে
√ অনুমোদিত আসন সংখ্যা – ৭০ টি